ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চবির নীলফামারী জেলা ছাত্র ফোরামের নতুন কমিটি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চবির নীলফামারী জেলা ছাত্র ফোরামের নতুন কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যায়নরত নীলফামারী জেলার শিক্ষার্থীদের সংগঠন নীলফামারী জেলা ছাত্র ফোরামের নতুন (২০২০-২১) বর্ষের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সম্প্রতি এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিস বিভাগের শিক্ষার্থী অমিত হাসান এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হিরোক রায়।

কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি আসাদুজ্জামান বুলবুল ও ফরিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, মোয়াজ্জেম মাসুম। শুভাকাঙ্ক্ষী, মোস্তাফিজুর রহমান, ফজলে রাব্বি, মনির খান, সাংগঠনিক সম্পাদক রেজাউল রাকিব। সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, মাসুম বিল্লাহ বাবু, বিশ্বজিৎ রায়। ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান মোয়াজ্জেম মাসুম। অর্থ-সম্পাদক আসিফ আবদুল্লাহ্। সহ-অর্থ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ। প্রেস ও মিডিয়া সম্পাদক আল-মামুন। প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রাকিব ইসলাম। ক্লাব সার্ভিস ডিরেক্টর, শান্ত ইসলাম। কমিউনিটি সার্ভিস ডিরেক্টর, শাহরিন আলম শিহাব।

এছাড়াও নির্বাহী সদস্যরা হলেন-কামরুল হাসান, শাহানশাহ্ ইবনেনূর তন্ময়, রানা, আসিফ রায়হান, শফিকুল ইসলাম, আব্দুল মোতালেব, আব্দুস সালাম, মশিউর রহমান, শামিম ইসলাম, রিগান, গোলাম আজম।

অমিত হাসান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জ্ঞানের আলোকবর্তিকা হয়ে দীপ্তি ছড়িয়ে যাচ্ছে জাতীয় শিক্ষাঙ্গনে। প্রতিবছর ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ভর্তি পরীক্ষা যেহেতু অনেক বড় পরিসরে হয়ে থাকে, ফলে শিক্ষার্থীদের আবাসন, যাতায়াত, দিকনির্দেশনাসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আমরা যেহেতু নীলফামারী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি, তাই এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে আমরা তাদের সমস্যাগুলো নিরসনে কাজ করে থাকি।

হিরোক রায় বলেন, আমরা চাই এই সংগঠনটির মাধ্যমে নতুন যারা পরীক্ষা দিতে আসবে বা ভর্তি হবে, তারা উপকার পাক। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই।

চবি/মাসুদ/মাহি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়