ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চাকা ফেঁসেছে ট্রাকের, নগরী ফেঁসেছে জ‌্যামে

গাজীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৪ মার্চ ২০২১  
চাকা ফেঁসেছে ট্রাকের, নগরী ফেঁসেছে জ‌্যামে

গাজীপুর মহানগরীর জয়দেবপুর লেভেল ক্রসিংয়ের পশ্চিম পাশে মালবাহী একটি ট্রাকের চাকা ফেঁসে গেছে। সেই সঙ্গে নগরী ফেঁসে গেছে জ‌্যামে। গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্র, নগর ভবনের চারপাশের সড়কে চলাচলকারী যানবাহন স্তব্ধ হয়ে আছে।

বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার একটু পরে চান্দনা চৌরাস্তা-শিববাড়ী-রাজবাড়ী সড়কের জয়দেবপুর লেভেল ক্রসিংয়ের পশ্চিম পাশে চৌরাস্তাগামী মালবাহী একটি ট্রাক চাকা ফেঁসে গেলে এ অবস্থার সৃষ্টি হয়। 

এ বিষয়ে কথা বলতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্কর্তা মো. আমিমনুল ইসলাম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তারা ফোন রিসিভ করেননি।

পরে সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। 

তিনি বলেন, ‘আজ রাতেই সড়কটিতে উন্নয়ন কাজ শুরু করার কথা ছিল। দুর্ভাগ্যজনকভাবে আজই সেখানে একটি ট্রাক ফেঁসে গেছে। এজন্য নগরীতে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খবর পাওয়ার পরই ট্রাক অপসারণ ও সড়ক চলাচল উপযোগী করার কাজ শুরু হয়েছে। আজ রাতেই সড়কটিতে উন্নয়ন কাজ আরম্ভ করা হবে।’

এ সংবাদ লেখা পর্যন্ত বিকেল চারটায়ও ট্রাকটি উদ্ধার কার্যক্রম চলমান ছিল।

রফিক সরকার/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়