ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চ্যাম্পিয়ন হয়েই উদযাপন করতে চায় ওয়ালটন সেন্ট্রাল জোন

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ৯ জানুয়ারি ২০২২  
চ্যাম্পিয়ন হয়েই উদযাপন করতে চায় ওয়ালটন সেন্ট্রাল জোন

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের ম্যাচে চ্যাম্পিয়ন হয়ে ৫০ ওভারের ইন্ডিপেন্ডেন্স কাপে খেলতে নেমেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ইসলামী ব্যাংক ইস্ট জোনকে ২২ রানে হারিয়ে শুভ সূচনা করেছেন সাকিব আল হাসান-মোসাদ্দেক হোসেনরা। প্রথম ম্যাচে দারুণ জয়ের পর দলের পা মাটিতেই আছে, একেবারে চ্যাম্পিয়ন হয়েই উদযাপন করতে চায় তারা।

রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। মুঠোফোনে রাইজিংবিডিকে তিনি বলেন, ‘আমরা চারদিনের ম্যাচে চ্যাম্পিয়ন হয়ে ৫০ ওভারের ম্যাচ খেলতেছি। প্রথম জয় অবশ্যই স্বস্তির, তবে এখনো উদযাপনের সময় আসেনি। আমরা চ্যাম্পিয়ন হয়েই উদযাপন করবো।’  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ১৭৭ রান করে ওয়ালটন সেন্ট্রাল। এত কম পুঁজি গড়েও ইসলামী ব্যাংক ইস্টকে আটকে দেয় ১৫৫ রানে। ব্যাট হাতে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি মোহাম্মদ মিঠুন (৩৭), মিজানুর রহমান (৩৬) ও সাকিব আল হাসান (৩৫)। উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক ছিল না বলে মনে করেন মোসাদ্দেক। স্পিনাররাই এতে বেশি সুবিধা পেয়েছে। 

‘প্রথমে উইকেট দেখে মনে হয়েছিল এটি স্পোর্টিং। তবে ম্যাচ শুরুর পর বুঝতে পারি এটি স্পোর্টিং ছিল না। একাডেমি মাঠেও লো স্কোরিং ম্যাচ হয়েছে। স্পিন বেশি কাজ করছিল। ব্যাটসম্যানরা তাদের সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছেন। পারফর্ম্যান্সে সবাই সন্তুষ্ট। কারো ব্যাটিংয়ে আমি কোনো সমস্যা দেখছি না। সামনে আরও ভালো হবে।’

পরিসংখ্যান বলছে মোসাদ্দেকের কথাই সঠিক। স্পিনাররাই বাড়তি সুবিধা পেয়েছেন। ওয়ালটন সেন্ট্রালের তিন স্পিনার সাকিব-মুরাদ-মোসাদ্দেক প্রত্যেকে ১০ ওভার করে বোলিং করে ৬৫ রান দিয়ে নেন ৫ উইকেট। সাকিব-মুরাদ দুটি করে উইকেট নিয়েছেন। মোসাদ্দেক ছিলেন সবচেয়ে কৃপণ। তিনি মাত্র ১৩ রান দিয়ে ১টি উইকেট নেন। তাতে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

তিনি বলেন, ‘আমরা উইকেট দেখে ভেবেছিলাম পেসাররা সুবিধা পাবে। যখন দেখি স্পিনারদের খেলতে কষ্ট হচ্ছে, তখন আমরা বোলিং শুরু করি এবং সফল হই। আমি নিজেও দলের জয়ে অবদান রাখতে পেরে অনেক খুশি। সাকিব ভাইয়ের মতো স্পিনার আমাদের দলে থাকায় আমরা ম্যাচ জয় নিয়ে আশাবাদী ছিলাম। মুরাদও খুব ভালো বোলিং করেছে।’

মোসাদ্দেক আরও জানান সাকিব খেলায় দলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। নেতৃত্ব দিতেও সুবিধা হয়েছে তার, ‘আসলে সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার থাকলে যে কোনো দল চাঙ্গা হয়ে যাবে। আমাদের ক্ষেত্রেও তাই। উনি থাকায় আমার যে কোনো সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে। সবসময় সাপোর্টিভ ছিলেন, যে কোনো বিষয় উনার কাছে প্রকাশ করা যায়।’

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু, এবার চ্যালেঞ্জ ধারাবাহিকতা ধরে রাখা। দ্বিতীয় ম্যাচে ওয়ালটন সেন্ট্রাল মুখোমুখি হবে বিসিবি নর্থ জোনের। মঙ্গলবার সকাল ৯টায় একাডেমি মাঠে শুরু হবে এটি।

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়