ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শনে এমপি আব্দুস শহীদ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২১:৪০, ২৪ সেপ্টেম্বর ২০২০
ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শনে এমপি আব্দুস শহীদ

বৈঠক অনুষ্ঠিত হয়

ছাতক সিমেন্ট কারখানা ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিদর্শনের সময় কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক উপস্থিত ছিলেন।

ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড (সিসিসিএল) উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেসে রূপান্তর প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন। প্রকল্পের অর্থ বাজেট অনুযায়ী এবং বিধি ও নীতিমালা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে ব্যয় করা হচ্ছে কি না তা পর্যালোচনা করা হয়।

বিশ্বব্যাপী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে প্রকল্পের কাজ বিঘ্নিত হলেও এর ড্রইং ও ডিজাইনের কাজ সঠিক সময়ে সম্পন্ন করা হয়েছে। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে কারখানাটি নতুন প্রকল্পের মাধ্যমে উৎপাদনে যেতে পারবে বলে প্রকল্প পরিচালক আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনের সময় প্রকল্প পরিচালক, স্থানীয় প্রশাসন, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।        
                                       

 

ঢাকা/ আসাদ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়