ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জাতিসংঘের বিশেষ দূতকে হত্যার হুমকি দিয়েছিলেন সৌদি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ২৩ মার্চ ২০২১   আপডেট: ২৩:১৯, ২৩ মার্চ ২০২১
জাতিসংঘের বিশেষ দূতকে হত্যার হুমকি দিয়েছিলেন সৌদি কর্মকর্তা

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড তদন্তে সংশ্লিষ্ট জাতিসংঘের কর্মকর্তা অ্যাগনেস ক্যালামার্ডকে হত্যার হুমকি দিয়েছিলেন এক সৌদি কর্মকর্তা। 

জাতিসংঘের বিচারবর্হিভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূত দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২০ সালের জানুয়ারিতে এক সহকর্মী তাকে সতর্ক করে দিয়ে জানিয়েছিলেন, জেনেভায় এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা এক বৈঠকে দুই বার জাতিসংঘের অন্যান্য কর্মকর্তাদের কাছে ক্যালামার্ডের ব্যাপারে হুমকি দিয়েছিলেন। রিয়াদের ওই কর্মকর্তা বলেছিলেন, জাতিসংঘ যদি ক্যালামার্ডকে না ঠেকায় তাহলে ‘তার ব্যাপারে ব্যবস্থা’ নেওয়া হবে।

জেনেভায় তার সহকর্মীরা বিষয়টিকে কীভাবে দেখেছিলেন জানতে চাইলে ক্যালামার্ড বলেন, ‘হত্যার হুমকি। এভাবেই বিষয়টি বোঝা গিয়েছিল।’

জাতিসংঘের বিশেষ দূত হিসেবে ফরাসি নাগরিক ক্যালামার্ডের মেয়াদ  চলতি মাসে শেষ হচ্ছে। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন। ২০১৯ সালে খাশোগি হত্যাকাণ্ডে তার ১০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়। এতে বলা হয়েছিল, খাশোগি হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সংশ্লিষ্টতার নির্ভরযোগ্য প্রমাণ আছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়