ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে ঢাবির নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ১২:১০, ২৮ আগস্ট ২০২০
জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে ঢাবির নানা কর্মসূচি

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামীকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাবি কর্তৃপক্ষ।

বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল সোয়া ৭টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। সকাল সাড়ে ১০টায় উপাচার্যের সভাপতিত্বে প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভার্চুয়াল আলোচনা সভা হবে। এতে বক্তব্য রাখবেন নজরুল বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ায় কোরআনখানি হবে।

সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইয়ামিন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়