ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাতীয় শোক দিবসে জাপার কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জাতীয় শোক দিবসে জাপার কর্মসূচি

জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

রোববার (৯ আগস্ট) জাপার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শনিবার (১৫) সকাল থেকে জাতীয় পার্টির বনানী কার্যালয় মিলনায়তনে খতমে কোরআন অনুষ্ঠিত হবে।  বেলা ১১টায় একই মিলনায়তনে বিশেষ আলোচনা সভা হবে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী মাওলানা মোহাম্মদ হাবীবুল্লাহ বেলালীর সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টির শীর্ষ নেতারা অংশ নেবেন।

দুপুর সাড়ে ১২টায় মিলাদ-মাহফিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন‌্য দোয়া-মোনাজাত হবে।

উল্লেখ্য, জাতীয় শোক দিবসে এটাই জাপার প্রথম কর্মসূচি বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

নঈমুদ্দীন/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়