ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জালিয়াতি: সামিয়া রহমানসহ ঢাবির তিন শিক্ষককে শাস্তি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২৮ জানুয়ারি ২০২১   আপডেট: ০৮:১৮, ২৯ জানুয়ারি ২০২১
জালিয়াতি: সামিয়া রহমানসহ ঢাবির তিন শিক্ষককে শাস্তি

গবেষণা ও পিএইচডির ক্ষেত্রে জালিয়াতি প্রমাণ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

শাস্তি পাওয়া ওই তিন শিক্ষক হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামিয়া রহমান, অপরাধ বিজ্ঞান বিভাগের সৈয়দ মাহফুজুল হক মারজান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ওমর ফারুক।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাবির নিয়মিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. হাসানুজ্জামান বলেন, শাস্তি পাওয়া শিক্ষকদের মধ্যে সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে। মাহফুজুল হক মারজানকে শিক্ষা ছুটি শেষে যোগদান করার পর দুই বছর প্রভাষক হিসেবেই থাকতে হবে। আর পিএইচডি থিসিসে জালিয়াতি করায় ওমর ফারুককে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে অবনমন এবং ডিগ্রি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

ইয়ামিন/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়