ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জিম্বাবুয়েতে খেলবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২৮ মার্চ ২০২১  
জিম্বাবুয়েতে খেলবে পাকিস্তান

করোনাভাইরাস মহামারির পর প্রথম দল হিসেবে জিম্বাবুয়ে সফর করবে পাকিস্তান। আগামী এপ্রিল-মেতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির সিরিজে তাদের স্বাগত জানাবে আফ্রিকান দেশটি।

আগামী ১৭ এপ্রিল জিম্বাবুয়েতে পৌঁছাবে পাকিস্তান। টি-টোয়েন্টি দিয়ে সফরটি শুরু হবে ২১ এপ্রিল। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ ২৯ এপ্রিল, শেষ টেস্ট ৭ মে।

পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক ডিরেক্টর জাকির খান রোববার (২৮ মার্চ) বলেছেন, ‘করোনা পরবর্তী বিশ্বে আন্তর্জাতিক ক্রিকেটের পুনর্জাগরণে পাকিস্তান ক্রিকেট বোর্ড সামনের সারিতে ছিল এবং এই জিম্বাবুয়ে সফর সেই পথচলায় আরেকটি পদক্ষেপ।’

সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে। তবে কোনও ম্যাচে থাকবে না দর্শক।

এই বছরের শুরুতে পাকিস্তানের নারী জাতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরের কথা ছিল। কিন্তু ভ্রমণে কড়াকড়ি থাকায় তা বাতিল হয়।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়