ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রামে মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৬ আগস্ট ২০২২   আপডেট: ২২:৪৬, ৬ আগস্ট ২০২২
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রামে মোস্তাফিজ

চোটে জর্জরিত বাংলাদেশ দল। এবার দ্বিতীয় ওয়ানডেতে চোটের কারণে খেলতে পারবেন না মোস্তাফিজুর রহমান। তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। 

শনিবার (৬ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি।

তিনি বলেন, ‘আজ আমরা মুশফিক, শরিফুল ও মোস্তাফিজকে পর্যবেক্ষণ করেছি। মুশফিকের হাতে আমরা কোন চিড় পাইনি, সফট টিস্যু আছে। শরিফুলের আমরা বড় ধরনের কিছু পাইনি। মোস্তাফিজের এমআরআইতেও খারাপ কিছু আসেনি।’

‘কালকের ম্যাচে শরিফুল ও মুশফিক ভাই আছেন। মোস্তাফিজকে হয়তো আমরা কালকের ম্যাচে বিশ্রাম দিব। পরের ম্যাচে তিনি এভেইলেবল হবেন’- আলফা আরও যোগ করেন।

মোস্তাফিজ গোড়ালির ইনজুরিতে আক্রান্ত। এর আগে, সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। হ্যামস্ট্রিংয়ের চোটে লিটন অন্তত তিন সপ্তাহের জন্য বাইরে। এবার বিশ্রামে মোস্তাফিজ। তারও আগে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান নুরুল হাসান সোহান।

চোটে জর্জরিত বাংলাদেশ বাধ্য হয়ে সিরিজের মাঝপথে ঢাকা থেকে উড়িয়ে নিচ্ছে নাঈম শেখ ও এবাদত হোসেনকে। তারা দুজন আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জিম্বাবুয়ের বিমানে ওঠেন।

রিয়াদ/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়