ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘জিয়া খুনিদের পুরস্কৃত করেছেন কেন?’

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৭, ২৫ আগস্ট ২০২০   আপডেট: ১৪:১১, ২৬ আগস্ট ২০২০
‘জিয়া খুনিদের পুরস্কৃত করেছেন কেন?’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকলে খুনিদের পুরস্কৃত করে তাদের সহায়তা করেছে কেন, দলটির নেতাদের প্রতি সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য জাহাঙ্গীর কবির নানক।  

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ‌্যাভিনিউতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের পর প্রতিরোধ কর্মসূচি নিয়ে মাঠে না নামতে পারায় আক্ষেপ প্রকাশ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সেদিন সারা বাংলাদেশের মানুষে কেঁদেছে। বঙ্গবন্ধুর জন‌্য বিশেষ মোনাজাত করেছে। কিন্তু প্রতিরোধ যুদ্ধ শুরু করতে পারেনি। বিভ্রান্ত করা হয়েছিল। সেই বিভ্রান্তির কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগের ভেতর থেকে ষড়যন্ত্র করেছিল এ কথা অস্বীকার করি না। ওই ঘটনায় তৎকালীন উপ সেনাপ্রধান জিয়াউর রহমানও ষড়যন্ত্রের সাতে জড়িত ছিল এ কথাও আপনারা (বিএনপি নেতাদের উদ্দেশ‌্যে) অস্বীকার করতে পারবেন না।’

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘জিয়া যদি এই হত‌্যকাণ্ডের সঙ্গে যদি জড়িত না থাকে তাহলে খুনিদের দেশত‌্যাগে কেন সহযোগিতা করেছেন? কেন পুরস্কৃত করেছেন? বিদেশে দূতাবাসে কেন চাকরি দিয়েছেন? ফ্রিডম পার্টিকে অর্থ দিয়ে সহায়তা করেছিলেন আপনাদের জিয়া।’

আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য আব্দুর রহমান বলেন, ‘ঘাতকগোষ্ঠী ২১ আগস্ট বোমা হামলা করে প্রমাণ  করেছিল শেখ হাসিনাই হচ্ছে আগামীর বাংলাদেশে প্রতিচ্ছবি। তাকে হত‌্যা করতে পারলেই এদেশকে পাকিস্তান রাষ্ট্র বানানো যাবে। কিন্তু  আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ‘আপাতত মনে হতে পারে মীরজাফরের নিঃশেষ হয়ে গেছে। কিন্তু আমি বলতে চাই মীরজাফরের মৃত‌্যু হয় না। যুগে যুগে বেঁচে তাকে। তাদের কর্মকাণ্ড থেমে নেই। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। সভায় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যসহ মহাণগর উত্তরের সাবেক ছাত্রলীগের নেতারা।

পারভেজ/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়