ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জয়ের পর বড় জমিরানা গুনলো ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ২০ জানুয়ারি ২০২৩  
জয়ের পর বড় জমিরানা গুনলো ভারত

বুধবার হায়দরাবাদে নিউ জিল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথম ওয়ানডেতে ভারত জিতেছিল ১২ রানে। ওই ম্যাচে দারুণ জয় পেলেও বড় জরিমানা গুনলো ভারত। স্লো ওভার রেটের কারণে শুক্রবার রোহিত-কোহলিদের ম্যাচ ফি-এর ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে।

নির্ধারিত ৫০ ওভার শেষ করার জন্য ভারতের জন্য যে সময় বেঁধে দেওয়ার হয়েছিল সেই সময়ের মধ্যে তারা সেটা শেষ করতে পারেনি। ৩ ওভার কম করতে পেরেছিল। সে কারণে প্রত্যেক ওভারের জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি-এর মোট ৬০ শতাংশ জরিমানা করা হয়।

আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এই জরিমানা আরোপ করেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই জরিমানা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

হায়দরাবাদে প্রথম ওয়ানডেতে শুভমান গিলের ডাবল সেঞ্চুরিতে (২০৮) ভর করে ভারত ৩৪৯ রান করে। জবাবে ৭৮ বলে ১২ চার ও ১০ ছক্কায় মাইকেল ব্রেসওয়েলের করা ১৪০ রানের টর্নেডো ইনিংসে ভর করে ৩৩৭ রান করে শেষ ওভারে গিয়ে ১২ রানে হার মানে নিউ জিল্যান্ড।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়