ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঝালকাঠিতে জোয়ারের পানিতে শতাধিক গ্রাম প্লাবিত 

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝালকাঠিতে জোয়ারের পানিতে শতাধিক গ্রাম প্লাবিত 

ঝালকাঠিতে জোয়ারের পানি বেড়ে নিন্মাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানি উঠেছে ঘরবাড়ি ও রাস্তাঘাটে। এতে ভোগান্তিতে পড়েছে পানিবন্দি মানুষ।

শনিবার (২২ আগস্ট) সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। সুগন্ধা ও বিষখালী নদীতে তিন থেকে চার ফুট পানি বেড়েছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ।

কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের এনায়েত হোসেন বলেন, ‘শুক্রবার রাত থেকে আমাদের ঘরে পানি উঠেছে। এতে ঘরের বেশ কিছু মালামাল নষ্ট হয়ে গেছে। আমাদের ভোগান্তির কোনো শেষ নেই।’

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত) দিপক রঞ্জন দাস জানান, ঝালকাঠির প্রধান দুটি নদী সুগন্ধা ও বিষখালীর পানি মাঝে মাঝে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। জোয়ারের পানিতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

অলোক/ইভা/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়