ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শৈলকুপায় নির্বাচনি সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৩, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ০৯:৪৮, ১৪ জানুয়ারি ২০২১
শৈলকুপায় নির্বাচনি সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনি সহিংসতায় লিয়াকত আলী বল্টু (৫০) নামের একজন আওয়ামী লীগ কর্মী নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত বল্টু ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই। বুধবার (১৩ জানুয়ারি) রাত ৮ টার দিকে কবিরপুর তিন রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বল্টু ষষ্টিবর গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। 

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ বিশ্বাস জানান, আসন্ন ১৬ জানুয়ারি পৌর নির্বাচনে নৌকার মেয়র প্রার্থীর কাজী আশরাফুল আজমের দুই সমর্থিত কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও বাবু খানের মধ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে বুধবার রাত ৮টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে কমপক্ষে ৬ জন আহত হয়। আহতদের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়ার পথে রাত ৯টার দিকে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই লিয়াকত আলী বল্টু নিহত হয়। অন্য আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। 

নিহতের স্বজন কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন জানান, তার ছোট ভাই বল্টু আওয়ামী লীগ কর্মী। তাকে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বাবু খানের লোকজন হত্যা করেছে।

পুলিশ মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে। এ ঘটনায় শৈলকুপা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

রাজিব/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়