ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঝিনাইদহে করোনায় চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২০  
ঝিনাইদহে করোনায় চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে আমিনুর রহমান (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান জেলা শহরের হামদহ এলাকার মৃত আব্দুল করিম মোল্লার ছেলে।

সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন জানান, চলতি মাসের ১১ তারিখে করেনার লক্ষণ নিয়ে আমিনুর রহমান সদর হাসপাতালে ভর্তি হন। পরে তার নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ ধরা পরে। এরপর তাকে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান।

বৃহস্পতিবার সকালে মরদেহ ইসলামী ফাউন্ডেশন গোসল করিয়ে স্বাস্থ্যবিধি রক্ষা করে জানাজা শেষে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্তানে দাফন করার কথা রয়েছে।

এদিকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু ও ৭ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। নতুন করে আজ  ৪জনসহ মোট আক্রান্ত হয়েছেন ১৮৯৪ জন ও সুস্থ হয়েছে ১৫৫৭ জন।

রাজিব/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়