ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

টাঙ্গাইলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

টাঙ্গাইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২০ জুন ২০২২   আপডেট: ২১:০১, ২০ জুন ২০২২
টাঙ্গাইলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

টাঙ্গাইলের মির্জাপুরে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে গেছে। সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মির্জাপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিকেলে তেলবাহী ট্রেন ২৪টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি মির্জাপুর রেল স্টেশনে পৌঁছালে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে যায়। 

মহেড়া রেল স্টেশন মাস্টার মো. শাহীন বলেন, ৯৮১ নম্বর তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি তেলের বগি লাইনচ্যুত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। লাইনচ্যুত মেইন লাইনে হয়নি, এ জন্য রেল চলাচল স্বাভাবিক রয়েছে। 

মির্জাপুর রেল স্টেশন মাস্টার কামরুল হাসান, তেলবাহী ট্রেনটি সম্ভবত ব্রেকে সমস্যার কারণে লাইনচ্যুত হয়। মেইন লাইন সচল থাকায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে। 

বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এখনও ট্রেনের উদ্ধার কাজ শুরু হয়নি বলে জানান তিনি।

কাওছার/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়