ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টিকার জরুরি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপে আবেদন মডার্নার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ১ ডিসেম্বর ২০২০   আপডেট: ২২:৪৬, ১ ডিসেম্বর ২০২০
টিকার জরুরি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপে আবেদন মডার্নার

করোনার টিকার জরুরি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপে আবেদন করেছে মডার্না। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির উন্নয়ন করা টিকা করোনা চিকিৎসায় ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকর প্রমাণিত হওয়ার পর সোমবার এই আবেদন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টেফান ব্যানসেল দাবি করেছেন, তাদের টিকা ‘এই মহামারির গতিপথ বদলে দেবে।’

ডেইলি মেইল জানিয়েছে, মডার্নার ট্রায়ালে ৩০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছে। টিকা পাওয়াদের মধ্যে মাত্র ১১ জন স্বেচ্ছাসেবক করোনায় আক্রান্ত হয়েছিল।

মডার্না দাবি করেছে, তাদের টিকা কোভিড-১৯ এর তীব্রতা শতভাগ প্রতিরোধ করতে সক্ষম। এই টিকার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই এবং এটি সব বয়সী মানুষের ওপর কার্যকর। 

ধারণা করা হচ্ছে,  জরুরি অনুমোদন পর্যালোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের সঙ্গে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে বৈঠক হবে মডার্না কর্তৃপক্ষের। আর ইউরোপিয়ান মেডিসনস এজেন্সি এই তারিখ আগামী ১২ জানুয়ারি নির্ধারণ করেছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়