ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন ববিতা

প্রকাশিত: ২১:২১, ৩ মার্চ ২০২১  
টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন ববিতা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। আজ বুধবার করোনার টিকা নিলেন এই কিংবদন্তি। রাজধানী মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে সকাল ৯টায় উপস্থিত হয়ে তিনি টিকার প্রথম ডোজ নেন বলে নিশ্চিত করেন ববিতা নিজেই। 

টিকা নিয়ে তিনি বলেন, ‘কোভিড-১৯ টিকার ১ম ডোজ নিয়েছি। সুস্থ স্বাভাবিক আছি আমি। আমি মনে করি টিকা গ্রহণ আমাদের নাগরিক দায়িত্ব। দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে টিকা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।’ 

টিকা নেওয়ার পর একমাত্র ছেলের সঙ্গে কথা হয়েছে তার। ববিতা জানান, আমার ছেলে কানাডায় থাকে। আমি টিকা নিয়েছি শুনে সে তো অবাক। বলে, ‘আম্মা, আমরা কানাডায় থেকে এখনও করোনার টিকার খবর নাই, আর তোমরা ঢাকায় থেকে এরমধ্যে টিকা নিয়েও নিলে!’

সত্তর ও আশির দশকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা অভিনয়গুণে দর্শক মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ‘শেষ পর্যন্ত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তবে তিনি ববিতা নাম ধারণ করেন জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ সিনেমার মাধ্যমে। দীর্ঘ ক্যারিয়ারে ববিতা অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন। তবে বিশ্ববরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমাতে অভিনয় করে তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হন। পুরস্কৃত হন মস্কোতে।

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়