Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২৩ রমজান ১৪৪২

ট্রলারডুবির ঘটনায় আরো ১ নারীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রলারডুবির ঘটনায় আরো ১ নারীর লাশ উদ্ধার

ফাইল ফটো

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিনে ভাসমান অবস্থায় আরও এক নারীর লাশ উদ্ধার করেছেন কোস্ট গার্ড সদস্যরা।

শুক্রবার সন্ধ্যায় সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ দিক থেকে লাশটি উদ্ধার করা হয়।

তার অনুমানিক বয়স ৪৫ হবে। এ নিয়ে মোট উদ্ধার লাশের সংখ্যা হলো ১৬।

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার নাঈম এই তথ্য নিশ্চিত করে জানান, সাগর থেকে আরও এক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৫ জনের মৃতদেহসহ ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তখন থেকে নিখোঁজদের সন্ধানে কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া নৌ-বাহিনীও এই অভিযানে অংশ নিয়েছে। শুক্রবার যে নারীর লাশ উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ রাত ৯টায় টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ‌্য, গত ১১ ফেব্রুয়ারি, রাতে টেকনাফের নোয়াখালীয়াপাড়া সাগর উপকূল হয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ যাত্রীবাহী এক ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে কোরালের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। এতে ১৫ রোহিঙ্গার মৃত্যু হয়। এই ঘটনায় ১৯ দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।


রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়