ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে লিবরা ইনফিউশন

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২১ জানুয়ারি ২০২৩  
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে লিবরা ইনফিউশন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৫ থেকে ১৯ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লিবরা ইনফিউশনের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৭৮৩.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ৭৪৫.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৩৭.২০ টাকা বা ৪.৮৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে লিবরা ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক দাম দাম কমার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দাম দাম কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের ৪.৮৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪.৭৮ শতাংশ, রহিম টেক্সটাইল মিলসের ৪.৭৫ শতাংশ, ঝিল বাংলা সুগার মিলসের ৪.৭২ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.৭০ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৪.৬৯ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৪.৬৩ শতাংশ, উসমানিয়া গ্লাস সিটের ৪.৬২ শতাংশ ও সোনাগাঁও টেক্সটাইলসের শেয়ারের দাম ৪.৫৯ শতাংশ শতাংশ কমেছে।

ঢাকা/তানিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়