ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিএসইর ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারবেন বিনিয়োগকারীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২০  
ডিএসইর ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারবেন বিনিয়োগকারীরা

বিনিয়োগকারীদের জন্য অভিযোগ জানানোর পথ আরো সহজ করে দিলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই'র ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকারেজ হাউজসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএসই থেকে এ তথ্য জানানো হযেছে।

এতোদিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওয়েবসাইটে প্রবেশ করে কাস্টমার কমপ্লেইন অ্যাড্রেস মডিউলে (সিসিএএম) অভিযোগ করতে পারতেন। এখন থেকে কাস্টমার কমপ্লেইন অ্যাড্রেস মডিউল আইকনটি ডিএসইর ওয়েবসাইটের লিঙ্কে সংযোজন করে দেয়া হয়েছে। এতে ডিএসইর মাধ্যমেও যেকোনো অভিযোগ অনলাইনে জানাতে পারবেন বিনিয়োগকারীরা।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ডিএসইর ট্রেকহোল্ডার কোম্পানি এবং তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে বিএসইসি সিসিএএম নামে একটি অনলাইন মডিউল চালু করেছে।যার মাধ্যমে বিনিয়োগকারীরা অভিযোগ দাখিল করছেন।

ঢাকা/এনএফ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়