RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ৩০ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৬ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থার নির্দেশ

সারাদেশে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে বা স্থাপনায় পানি যাতে না জমে, সেজন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এটি বাস্তবায়ন ও মনিটর করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত আদেশটি মাউশির ওয়েবসাইটে প্রকাশিত হয়।

আদেশে বলা হয়, ডেঙ্গু মশাবাহিত রোগ নির্মূলের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণে ও স্থাপনায় পানি জমে মশার লার্ভা জন্মানো রোধকল্পে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গত ২০ মে এ বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

 

ইয়ামিন/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়