RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৪ ১৪২৭ ||  ০২ জমাদিউস সানি ১৪৪২

ডেনলির ৬ রানের আক্ষেপ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪২, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেনলির ৬ রানের আক্ষেপ

ক্রীড়া ডেস্ক : মাত্র ৬ রানের জন্য ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন জো ডেনলি। তবে ওভাল টেস্টে বড় লিড নিয়ে ম্যাচ জয়ের অবস্থানে রয়েছে ইংল্যান্ড।

অ্যাশেজের শেষ টেস্টে শনিবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৩১৩ রান। লিড হয়ে গেছে ৩৮২। জোফরা আর্চার ৩ ও জ্যাক লিচ ৫ রানে অপরাজিত আছেন।

বিনা উইকেটে ৯ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। জো বার্নসের বিদায়ে ভাঙে ৫৪ রানের উদ্বোধনী জুটি। বার্নসের মতো থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি জো রুটও। দুজনই অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়নের শিকার।

তৃতীয় উইকেটে ১২৭ রানের বড় জুটি গড়েন ডেনলি ও বেন স্টোকস। দুজনই তুলে নেন ফিফটি। স্টোকস ৬৭ রানে লায়নের বলে বোল্ড হলে ভাঙে জুটি।

সেঞ্চুরির পথে থাকা ডেনলিও এরপর বেশিক্ষণ টেকেননি। ৯৪ রানে পিটার সিডলের বলে ক্যাচ দেন স্লিপে স্টিভেন স্মিথের হাতে। ২০৬ বলে ১৪ চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান ওপেনিংয়ে নামা ডেনলি।

এরপর জনি বেয়ারস্টো, স্যাম কুরান, ক্রিস ওকসের কেউ বিশ পার করতে পারেননি। তিনজনই ফিরেছেন নিয়মিত বিরতিতে। টানা দ্বিতীয় ফিফটির পথে ছিলেন জস বাটলার। তবে শেষ বিকেলে তিনি আউট হন ৪৭ রানে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়