ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডে কেয়ারের কর্মীদের বেতন-ভাতা নিয়মিত দেওয়ার সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২০  
ডে কেয়ারের কর্মীদের বেতন-ভাতা নিয়মিত দেওয়ার সুপারিশ

সংসদ ভবন (ফাইল ফটো)

১১টি ডে কেয়ার সেন্টারের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত দেওয়ার সুপারিশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

মেহের আফরোজের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন—কমিটির সদস্য এ এম নাঈমুর রহমান, শবনম জাহান, সৈয়দা রাশিদা বেগম এবং সাহাদারা মান্নান।

বৈঠকে ২০২০-২১ অর্থবছরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং দপ্তর/সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন কর্মসূচিগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বৃদ্ধিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্থায়ী কমিটি পরবর্তী সভায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া, কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক পরিদর্শনের সুপারিশ করা হয়।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়