ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২৮ মার্চ ২০২১   আপডেট: ১২:২৬, ২৮ মার্চ ২০২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

হেফাজত ইসলামের ডাকা হরতালে সড়কে গাছের গুঁড়ি ও টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে হেফাজত ইসলামের কর্মীরা।

রোববার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ায় এ ঘটনা ঘটে। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সামান‌্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নারায়ণগঞ্জ শহরসহ অন্যান্য এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মহাসড়কে  যানবাহন চলাচল করছে। সকালে শহরের ডিআইটি মসজিদ থেকে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী হরতাল সমর্থনকারীদের ডিআইটি মসজিদ থেকে শহরে নামতে দেয়নি। সানাড়পাড় সড়কে টায়ারে আগুন দেওয়া ছাড়া নারায়ণগঞ্জে হরতালের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে ২৮ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজত ইসলাম।

নারায়ণগঞ্জ/রাকিব/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়