ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘ঢাকা-১৮ উপ-নির্বাচনে সাধারণ ছুটি থাকছে না’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২০
‘ঢাকা-১৮ উপ-নির্বাচনে সাধারণ ছুটি থাকছে না’

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর (ফাইল ছবি)

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, অন্যান্য নির্বাচনের সময় ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকলেও, ঢাকা-১৮ আসনের ক্ষেত্রে এ বিধান থাকছে না।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনের তফসিল ঘোষণার সময় তিনি এ কথা বলেন।        

সচিব বলেন, ‘এই নির্বাচনে যানচলাচলে খুব একটা বিধিনিষেধ থাকছে না। কোন কোন যান চলবে, কোনগুলো চলবে না তা পরে পরিপত্র দিয়ে জানিয়ে দেওয়া হবে।’

সচিব আরও বলেন, ‘ঢাকা-১৮ আসনের নির্বাচনী এলাকার কোনো ভোটার চাকরিজীবী হলে, অফিস থেকে অনুমতি নিয়ে ভোট দিতে যেতে পারবেন।’

আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ অক্টোবর, যাচাই-বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ ১২ নভেম্বর।

ঢাকা/হাসিবুল/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়