ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

তামিম-মাহমুদউল্লাহর জন্য প্রস্তুত সিলেট

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ১০ জানুয়ারি ২০২২   আপডেট: ১৯:৩৪, ১০ জানুয়ারি ২০২২
তামিম-মাহমুদউল্লাহর জন্য প্রস্তুত সিলেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রধান ফটকের দিকে এগোতে দেখা মেলে একটা দৃশ্যের। আব্দুর রহমান নামে এক ব্যক্তি কালো বোর্ডে সাদা কালিতে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নাম লিখছেন। বোর্ডের ধরণ দেখে স্পষ্ট স্কোর বোর্ডের জন্যই দুজনের নাম লেখা হচ্ছে।

ইন্ডিপেন্ডেন্স কাপের প্রথম ম্যাচ থেকেই নিজ দলের হয়ে খেলা কথা ছিল তামিম-রিয়াদেরও। পরে জানা যায়, তারা দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন। তাদের জন্যই প্রস্তুত হচ্ছিল সিলেট। অবশেষে দুজনেই সিলেটে এসে পৌঁছেছেন।

সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় একই ফ্লাইটে করে চায়ের নগরীতে এসে পৌঁছান। তামিম খেলবেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে। আর মাহমুদউল্লাহ রিয়াদ বিসিবি নর্থ জোনের হয়ে। দল দুটি তাদের আসার বিষয়ে রাইজিংবিডিকে নিশ্চিত করেছে।

আগামীকাল দল দুটির খেলা রয়েছে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। তামিমের দল ইসলামী ব্যাংক ইস্ট জোন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে বিসিবি সাউথ জোনের বিপক্ষে। আর মাহমুদউল্লাহর দল বিসিবি নর্থ জোন একাডেমি মাঠে খেলবে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে। এক যোগে খেলা দুটি শুরু হবে সকাল ৯টায়।

তামিম-মাহমুদউল্লাহকে নিয়েই একাদশ সাজানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট টিম ম্যানেজম্যান্ট। ইসলামী ব্যাংক ইস্ট জোনের ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত রাইজিংবিডিকে বলেন, ‘তামিম ইকবালকে নিয়েই আমরা একাদশ সাজাবো। সেভাবেই আমরা সবকিছু ঠিকঠাক করে রেখেছি।’

এদিকে বিসিবি নর্থ জোনের অধিনায়ক মার্শাল আইয়ুবও নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ রিয়াদের খেলার বিষয়টি। তিনি বলেন, ‘আমরা বড় জয়ে টুর্নামেন্ট শুরু করেছি। আমাদের রান রেটও ভালো। এবার মাহমুদউল্লাহও আছেন। দলের শক্তি অনেকটা বেড়ে যাবে। আশা করছি দ্বিতীয় ম্যাচেও প্রত্যাশামতো জয় পাবো।’

মাহমুদউল্লাহর দল প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও হেরেছে তামিমের দল। তামিমের সামনে চ্যালেঞ্জ থাকবে জয় নিয়ে মাঠ ছাড়ার। অন্যদিকে মাহমুদউল্লাহর সামনে চ্যালেঞ্জ থাকবে জয়ের ধারবাহিকতা ধরে রাখার। 

ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে সাকিব আল হাসান খেলছেন প্রথম ম্যাচ থেকে। এবার এলেন তামিম-রিয়াদ।

জয় পরাজয় যাই হোক সাকিবের পর তামিম-মাহমুদউল্লাহ যোগ দেওয়াতে ইন্ডিপেন্ডেন্স কাপের জনপ্রিয়তা বাড়ছে নিশ্চিত।

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়