ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তাসকিন বিশ্রামে, নাসুমের বিশ্বকাপ অভিষেক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ২৪ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:৫৪, ২৪ অক্টোবর ২০২১
তাসকিন বিশ্রামে, নাসুমের বিশ্বকাপ অভিষেক

শারজাহর মন্থর উইকেটে স্পিনাররা কার্যকরী ভূমিকা রাখতে পারবেন, এই বিবেচনায় তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে নাসুম আহমেদকে একাদশে নিল বাংলাদেশ। 

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের প্রথম লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় চারটায় ম্যাচটি শুরু হবে। 

প্রথমবার বিশ্বকাপ খেলতে নামছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ১৪ টি-টোয়েন্টিতে নাসুম ১৮ উইকেট পেয়েছেন। বোলিং গড় ১৫.৫৫। ইকোনমি রেট ৬.২২। 

উদীয়মান এ স্পিনার সেপ্টেম্বর মাসে আইসিসির প্লেয়ার অব দ মান্থ খেলোয়াড়ে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। সেপ্টেম্বরে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জেতানোর পেছনে বড় অবদান রেখেছিলেন। 

বিশ্বকাপে আজ প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন তিনি। বিশ্বকাপ অভিষেক ম্যাচটি নাসুম রাঙাতে পারেন কি না সেটাই দেখার। 

তাসকিন প্রথম পর্বের তিন ম্যাচেই একাদশে ছিলেন। স্কটল্যান্ডের বিপক্ষে ২৮ রানে ১ উইকেট পেয়েছিলেন তিনি। ওমানের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ৩১ রানে ছিলেন উইকেটশূন্য। পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১২ রানে নেন ২ উইকেট। বল হাতে গতির ঝড়ে প্রতিপক্ষকে ভুগিয়েছেন এ পেসার। তবে টিম কম্বিনেশনের কারণে আপাতত তাকে বিশ্রামেই থাকতে হচ্ছে।

বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়