ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিন বছর পর সাদা বলের ক্রিকেটে আজহার আলী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২০ জুন ২০২২  
তিন বছর পর সাদা বলের ক্রিকেটে আজহার আলী

পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলী তিন বছর পর সাদা বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। ইংলিশ কাউন্টি দল ওরচেস্টারশায়ার র‌্যাপিডের হয়ে ওয়ানডে কাপ খেলতে রাজি হয়েছেন পাকিস্তানি এই ব্যাটসম্যান।

এ বিষয়ে ওরচেস্টারশায়ার এক বিবৃতিতে জানিয়েছে, আজহার তাদের হয়ে ৫০ ওভারের প্রতিযোগিতায়ও খেলতে রাজি হয়েছে। এটা তাদের চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য দারুণ খবর।

এদিকে আজহার আলী বলেছেন, ‘আমি লিস্ট এ ক্রিকেট ভালোবাসি এবং আমি অত্যন্ত আনন্দিত যে পুরো রয়্যাল লন্ডন কাপেই খেলতে পারছি। গেল বছর ওরচেস্টারশায়ার দারুণ কিছু জয় পেয়েছিল। বিশেষ করে এসেক্সের বিপক্ষে পারফরম্যান্স উল্লেখ করার মতো।’

‘আশা করছি তাদের হয়ে আমি আমার দায়িত্বটা পালন করতে পারবো এবং গেল মৌসুমের চেয়ে ভালো করতে সহায়তা করতে পারবো। আশা করি এবার ওরচেস্টারশায়ার নকআউট পর্বে খেলবে। তারপর দেখা যাক কি হয়। আমাদের দলে ভালো কিছু খেলোয়াড় আছে এবং ভালো কিছু করার সামর্থ আমাদের রয়েছে।’

আজহার আলী লিস্ট এ ক্রিকেটে ৪৭.২০ গড়ে ৬ হাজার ২৭৮ রান করেছেন। ৩৬টি হাফ সেঞ্চুরির পাশাপাশি তার সেঞ্চুরি রয়েছে ১৭টি।

উল্লেখ্য, তিন বছর আগে কাউন্টি ক্রিকেটে সামারসেটকে ৫০ ওভারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।

টপ অর্ডার এই ব্যাটসম্যান পাকিস্তানের হয়ে ৫৩টি ওয়ানডে খেলেছেন। ৩৬.২ গড়ে রান করেছেন ১ হাজার ৮৪৫টি। ২০১৮ সালে তিনি ওয়ানডে থেকে অবসর নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়