ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ছক্কার রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২৮ মার্চ ২০২১  
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ছক্কার রেকর্ড

পান্তের ব্যাটে এসেছে রেকর্ড গড়া ছক্কা

৩১তম ওভারে আদিল রশিদের বল উড়িয়ে স্ট্যান্ডে পাঠালেন ঋষভ পান্ত। ৪৪ বলে ফিফটি উদযাপন করলেন বীরের মতো। আর ওই ছয়ে একটি রেকর্ডও হয়ে গেলো। ভারত ও ইংল্যান্ডের চলতি সিরিজে এটি ছিল ৫৮তম ছক্কা, যা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রেকর্ড।

ইংল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩৩০ রানের লক্ষ্য দেওয়ার পথে পরে আরও ৫টি ছয় মেরেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। তাতে তিন ম্যাচের এই সিরিজে এখন ছয়ের সংখ্যা ৬৩টি, এখনও বাকি ইংল্যান্ডের ইনিংস। ম্যাচে ভারতের ইনিংসে মোট ছক্কা হয়েছে ১১টি।

আগের রেকর্ডটি ছিল নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার দখলে। ২০১৯ সালে তিন ম্যাচের সিরিজে দুই দল সব মিলিয়ে ৫৭টি ছয় মেরেছিল। ২০১৭ সালে ৫৬টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় তিন নম্বরে ভারত-ইংল্যান্ড।

এই সিরিজে সবচেয়ে বেশি ১৪টি ছয় মেরেছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। তার পরে আছেন ১১টি ছয় মারা পান্ত। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস আছেন তিনে, দ্বিতীয় ওয়ানডেতে ৫২ বলে ৯৯ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথেই তার ১০টি ছয়ের সবগুলো মেরেছিলেন।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়