ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

তিব্বতে তুষারধসে ২৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২১ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৭:৩৪, ২১ জানুয়ারি ২০২৩
তিব্বতে তুষারধসে ২৮ জনের মৃত্যু

তিব্বতে তুষারধসের ঘটনায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর নিয়াংচাইয়ে সড়কের একটি টানেলের বহির্গমন পথে তুষারধসের ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা বহু মানুষ আটকা পড়ে। ‘শক্তিশালী বাতাসের কারণে’ এই তুসারধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা। 

মেইনলিং কাউন্টির পাই গ্রাম এবং মেডগ কাউন্টির ডক্সং লা টানেলর মধ্যবর্তী স্থানের একটি অংশ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অনেক গাড়ি ও মানুষ আটকা পড়েছে। 

চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ৫৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ তিব্বত মহাসড়কের সাড়ে সাত কিলোমিটারের একটি অংশে আটকা পড়া লোকজনকে উদ্ধারের জন্য মোট ১ হাজার ৩৪৮ জন উদ্ধারকর্মী ও ২৩৬টি সরঞ্জাম মোতায়েন করেছিল। 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়