ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

তুরস্কের ১০ প্রদেশে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২৩  
তুরস্কের ১০ প্রদেশে জরুরি অবস্থা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মঙ্গলবার তিনি এ ঘোষণা দিয়েছেন।

সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। মঙ্গলবার প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই দেশে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সিরিয়ায় মারা গেছে এক হাজার ৬০০ জনেরও বেশি।

এরদোয়ান জানিয়েছেন, তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৫৪৯ জনে পৌঁছেছে।

তিনি বলেছেন, জরুরি অবস্থা নিশ্চিত করার ফলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন করা যাবে। এ পদক্ষেপ ত্রাণ কর্মীদের এবং ক্ষতিগ্রস্থ অঞ্চলে আর্থিক সহায়তার অনুমতি দেবে। তবে এর বিশদ বিবরণ তিনি দেননি।

বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধারকারীরা ভারী বৃষ্টি ও তুষারপাতের সাথে লড়াই করছে। অনেক এলাকায় এখনও ধ্বংসস্তুপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়