ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দক্ষিণ কোরিয়াতে তীব্র শৈত্যপ্রবাহ শুরু

প্রকাশিত: ২৩:০১, ২৩ জানুয়ারি ২০২৩  
দক্ষিণ কোরিয়াতে তীব্র শৈত্যপ্রবাহ শুরু

সোমবার (২৩ জানুয়ারি) রাত থেকে দক্ষিণ কোরিয়াতে চলতি বছরের রেকর্ড পরিমাণ ঠাণ্ডা পড়বে (১৭ ডিগ্রি)। রাত থেকে থাকবে তীব্র শৈত্যপ্রবাহ। এমতাবস্থায় কেউ বাইরে যাওয়ার আগে অবশ্যই ঠাণ্ডা আবহাওয়ার পোশাক পরিধান করার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা আজকের তুলনায় ১০ থেকে ১৫ ডিগ্রি বেশি হ্রাস পাবে এবং সবচেয়ে শক্তিশালী শৈত্যপ্রবাহ আসবে।

বিশেষ করে আপনার শরীরের তাপমাত্রা বজায় রাখার দিকে মনোযোগ দিতে হবে এবং ঠাণ্ডাজনিত রোগ সম্পর্কে সচেতন থাকতে হবে।

আজ রাত থেকে বেশিরভাগ উপকূল গাংউওনদো (강원도) পার্বত্য অঞ্চল, জেজু দ্বীপ (제주도) এবং খিয়ংসানবুকদো (경상북도) এর অভ্যন্তরের কিছু অংশজুড়ে শক্তিশালী বাতাস বইবে। এটি ২০m/s এর বেশি এবং পার্বত্য অঞ্চলে ২৫m/s এর বেশি তাৎক্ষণিক বাতাসের গতির সাথে খুব শক্তিশালী হবে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলতে হবে।

আগামীকাল ২৪ জানুয়ারি অতিরিক্ত ভারি তুষারপাত হওয়ার সম্ভাবনার কারণে দেশটির আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করার সম্ভাবনা রয়েছে।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়