ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দরপতনের শীর্ষে আজিজ পাইপস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২৩ মার্চ ২০২১  
দরপতনের শীর্ষে আজিজ পাইপস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৩ মার্চ) সবচেয়ে বেশি দরপতন হয়েছে আজিজ পাইপসের। কোম্পানি ডিএসইর দরপতনের শীর্ষে উঠে এসেছে। শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৫ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজিজ পাইপসের শেয়ার সর্বশেষ ৯৯ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে।  কোম্পানির মোট ২ কোটি ৭০ লাখ টাকা লেনদেন হয়েছে।

ডিএসইতে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রহিমা ফুড।  কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৩ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৩২ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এনআরবিসি ব্যাংক লিমিটেড দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক শূন্য ৬ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১২ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে।  কোম্পানির মোট ১১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আনলিমা ইয়ার্ন, ফাইন ফুডস, ডেল্টা স্পিনার্স, সোনালী আঁশ, বিএসআরএম লিমিটেড, জিবিবি পাওয়ার, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়