ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দিনাজপুরে ১১ মিলিমিটার বৃষ্টিপাত

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১২ জানুয়ারি ২০২২   আপডেট: ২১:১৭, ১২ জানুয়ারি ২০২২
দিনাজপুরে ১১ মিলিমিটার বৃষ্টিপাত

দিনাজপুরে পৌষ মাসে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুই দিন দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে। বুধবার (১২ জানুয়ারি) দিনাজপুর জেলায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। 

সন্ধ্যায় দিনাজপুরে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন বলেন, আজ দিনে দিনাজপুরে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত রাতে (১১ জানুয়ারি রাতে) দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় যশোরে। আজ দিনে দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে। 

তিনি আরও জানান, আজ রাতের তাপমাত্রা স্থানভেদে প্রায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। জানুয়ারির ৩য় সপ্তাহের শুরুতে (১৪ বা ১৫ তারিখ) দেশের কিছু কিছু স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যা ধীরে ধীরে বেশ কিছুটা শক্তিশালী হতে পারে।

মোসলেম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়