RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৭ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৩ ১৪২৭ ||  ১০ রবিউস সানি ১৪৪২

দুই ভাইয়ের সঙ্গে দীপিকা?

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই ভাইয়ের সঙ্গে দীপিকা?

শহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন, ইশান কাট্টার

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই ইশান কাট্টার।  নানা কারণে খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি। শহিদ অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।  শুধু তাই নয় ক্যামিও চরিত্রে অভিনয়ও করেছেন ইশান।

ভারতীয় একটি ট্যাবলয়েডে জানানো হয়েছে, ‘ফ্লোটিং গার্ডেনস’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।  শোনা যাচ্ছে, এ সিনেমায় দীপিকার ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন ইশান।  সিনেমাটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মাজিদ।

যদি চূড়ান্তভাবে এই সিনেমায় দীপিকার ভাইয়ের চরিত্রে ইশানকে দেখা যায় তবে  দুই ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা হবে দীপিকা পাড়ুকোনের।  কারণ ‘পদ্মাবতী’ সিনেমায় শহিদ কাপুরের সঙ্গে দেখা যাবে দীপিকাকে।

এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার মাধ্যমে হলিউড সিনেমায় যাত্রা শুরু করছেন দীপিকা পাড়ুকোন। এ সিনেমায় হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রে মুক্তির এক সপ্তাহ আগে ভারতে মুক্তি পাচ্ছে এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ। বর্তমানে এ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দীপিকা পাড়ুকোন।রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৭/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়