ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খাদ্য সংকট যেন না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০২০
খাদ্য সংকট যেন না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

দেশে যেন কোনোভাবেই খাদ্যের সংকট না হয় সে লক্ষ্যে সরকার যথাসাধ্য চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে তিনি ভার্চুয়ালি যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন‌্য অনেকগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে। 

১৬বার জাতিসংঘে ভাষণ দিয়েছি। এবার করোনাভাইরাসের কারণে যেতে পারিনি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের হাত থেকে পৃথিবী ও মানবজাতিকে রক্ষার আহ্বান জানিয়ে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে ‘ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক উচ্চ পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে ভিডিওবার্তায় এ প্রস্তাব দেন তিনি।

ঢাকা/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়