ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দোকানে নেই, গোডাউনে মিলল ৩৬০০ লিটার সয়াবিন তেল

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ৮ মে ২০২২   আপডেট: ২২:০৭, ৮ মে ২০২২
দোকানে নেই, গোডাউনে মিলল ৩৬০০ লিটার সয়াবিন তেল

নাটোরে দোকানে না থাকলেও গোডাউনে মিলল ৩৬০০ লিটার সয়াবিন তেল। রোববার (৮ মে) দুপুরে জব্দকৃত এসব সয়াবিন তেল আগামী তিন দিনের মধ্যে নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রির নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নাটোর শহরের স্টেশন বাজার এলাকার নিউ বেঙ্গল ট্রেডার্সের গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান চালায়।

ভোক্তা অধিকার কর্মকর্তা মেহেদী হাসান তানভীর বলেন, ‘গোডাউনে তেল থাকার পরও আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে এক শ্রেণির ব্যবসায়ী। তাদের নিবৃত্ত করতেই এই অভিযান। একই সঙ্গে ব্যবসায়ীদের তেল মজুদ না করতে নির্দেশ দেওয়া হয়।’

আরিফুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ