ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দ্বিতীয় জয়ে শীর্ষে মুম্বাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৭, ২ অক্টোবর ২০২০   আপডেট: ১১:৩৬, ২ অক্টোবর ২০২০
দ্বিতীয় জয়ে শীর্ষে মুম্বাই

বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ৪৮ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব।

৪৮ রানের জয়ে ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রোহিতবাহিনী। 

অবশ্য এমন জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৪৫ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭০ রান করেন। তিনি আউট হওয়ার পর রানের চাকা সচল রাখেন কিরেন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া। পোলার্ড ৩ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন। আর পান্ডিয়া মাত্র ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৩০ রান। পঞ্চম উইকেটে তারা দুজন তোলেন ৬৭ রান। তাতে ১৯১ রানের লড়াকু সংগ্রহ পায় মুম্বাই।

বল হাতে পাঞ্জাবের শ্যানন কটরেল ১ মেডেনসহ ২০ রান দিয়ে ১টি উইকেট নেন। তিনি আউট করেন ‍কুইন্টন ডি কককে।

ব্যাট হাতে রোহিত-পোলার্ড-পান্ডিয়ার পর বল হাতে পাঞ্জাবকে চেপে ধরেন জেমস প্যাটিনসন, জাসপ্রিত বুমরাহ ও রাহুল চাহার। তাতে ১৪৮ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। ব্যাট হাতে ২৭ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন নিকোলাস পুরান। মায়াঙ্ক আগারওয়াল করেন করেন ২৫ ও কৃষ্ণথাপা গৌতম করেন অপরাজিত ২২ রান।

বল হাতে মুম্বাইর বুমরাহ ১৮ রানের বিনিময়ে ২টি, প্যাটিনসন ২৮ রানে ২টি ও চাহার ২৬ রানে ২টি উইকেট নেন।

ম্যাচসেরা নির্বাচিত হন কিরেন পোলার্ড।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়