ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দ্বিতীয় পর্বের ইজতেমাতে অংশ নিয়েছেন নারীরাও

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২২ জানুয়ারি ২০২৩   আপডেট: ১১:৩৮, ২২ জানুয়ারি ২০২৩
দ্বিতীয় পর্বের ইজতেমাতে অংশ নিয়েছেন নারীরাও

মোনাজাতে অংশ নিতে টঙ্গীর বাটা শোরুমের সামনে অবস্থান নেওয়া নারীরা। ছবি: রাইজিংবিডি

প্রথম পর্বের ন্যায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে নারীরা এসেছেন টঙ্গীতে। তারা ময়দানের আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। তবে অধিকাংশ নারী অবস্থান নিয়েছে টঙ্গীর শহীদ আহসান উল্যাহ মাস্টার হাসপাতালের ভেতরে ও বাটা মোড়ে।

রোববার (২২ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, হাসপাতালের মাঠে, বিভিন্ন ইউনিটের নিচে, হাসপাতালের বারান্দার পাশাপাশি বাটা গেট ও বাটা শোরুমের সামনে চট ও পাটি পেতে বসে আছেন অনেক নারী। তাদের অনেকেই তাসবিহ হাতে জিকির করেছেন। ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে এসেছেন তারা। 

টাঙ্গাইল থেকে আসা নারী আসমা খাতুন বলেন, ‘গতকাল শনিবার এসে গাজীপুরে এক আত্মীয়ের বাসায় ছিলাম। ভোরে এখানে এসে বসেছি। মোনাজাত শেষ করে বাসায় যাব।’

ঢাকার মহাখালী থেকে আসা কয়েকজন নারী জানান, আমরা মোট ৬ জন একসঙ্গে এসেছি। বড় মোনাজাত দোয়া কবুলের মঞ্চ। যার কারণেই এখানে আসা। আমরা ছাড়াও ময়দানের আশপাশের অলিগলিতে নারীরা বিভিন্ন দলে ভাগ হয়ে বসেছেন আখেরি মোনাজাতে অংশ নিতে।

গাজীপুরের টঙ্গীর তুরাগ পারে আজ দুপুর ১২ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়