ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দ. আফ্রিকার ক্রিকেটারদের আনুগত্য নিয়ে আফ্রিদির প্রশ্ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৮ এপ্রিল ২০২১  
দ. আফ্রিকার ক্রিকেটারদের আনুগত্য নিয়ে আফ্রিদির প্রশ্ন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ ফেলে রেখেই আইপিএল খেলতে দেশ ছাড়েন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটাররা। আন্তর্জাতিক সিরিজের মাঝপথেই কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিডি চলে গেছেন ভারতে। তাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

সিরিজ শেষ না করেই আইপিএল খেলতে যাওয়ার অনুমতি দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তাদের এই সিদ্ধান্তে হতবাক আফ্রিদি। টুইটারে তিনি লিখেছেন, ‘সিরিজের মাঝপথে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাদের খেলোয়াড়দের আইপিএল খেলতে চলে যাওয়ার অনুমতি দিলো, এটা দেখে হতবাক।’

আন্তর্জাতিক ক্রিকেটের ওপর টি-টোয়েন্টি লিগগুলোর আধিপত্য দেখে ব্যথিত আফ্রিদি, ‘টি-টোয়েন্টি লিগগুলো আন্তর্জাতিক ক্রিকেটকে প্রভাবিত করছে, এমনটা দেখে ব্যথিত আমি। এসব নিয়ে ভাবার সময় এসেছে।’

তারকা ক্রিকেটারদের ছাড়া শেষ ম্যাচ খেলতে নেমে পাকিস্তানের কাছে ২৮ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তাতে ওয়ানডে সিরিজ ২-১ এ জিতেছে সফরকারীরা। ছেলেদের এই জয়ে আফ্রিদি লিখেছেন, ‘দারুণ একটা সিরিজ জয়ে পাকিস্তান দলকে অভিনন্দন। আরেকটি সেঞ্চুরিতে জোহানেসবার্গে ফখর জামান চমৎকার একটা ইনিংস খেললো। ভালো লেগেছে। বাবর আজমও দারুণ খেলেছে আবারও। সবাই মিলে অসাধারণ বোলিং করেছে। চমৎকার খেলেছে সবাই।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়