ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ধরা পড়েছেন পলাতক কয়েদি মিন্টু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ০৬:১৫, ৩১ আগস্ট ২০২০
ধরা পড়েছেন পলাতক কয়েদি মিন্টু

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) থেকে পালিয়ে যাওয়া কয়েদি মিন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম রাইজিংবিডিকে জানিয়েছেন, মিন্টু হ্যান্ডকাফসহ বাবুবাজার ব্রিজের নিচের রাস্তায় ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মিন্টুর বিরুদ্ধে টাঙ্গাইলের বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা আছে। এসব মামলায় সে দীর্ঘদিন টাঙ্গাইল জেলা কারাগারে ছিল। শুক্রবার (২৭ আগস্ট) তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। তার মানসিক সমস্যাও ছিল। কোনো একসময় হাসপাতাল থেকে সে বেরিয়ে যায়। কারারক্ষীরা তাকে দেখতে পায়নি। মিন্টুকে পুনরায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ভোরে হাসপাতাল থেকে পালিয়ে যায় মিন্টু। তাকে গ্রেপ্তার করতে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও কারা কর্তৃপক্ষ হন্যে হয়ে খুঁজছে থাকে। কয়েদি পালানোর ঘটনায় ইতোমধ্যেই তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঢাকা/মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়