ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নদী খননের বালুর নিচে চাপা পরে ২ শিশুর মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ২২ এপ্রিল ২০২১   আপডেট: ০৯:৪২, ২২ এপ্রিল ২০২১
নদী খননের বালুর নিচে চাপা পরে ২ শিশুর মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে খনন করা নদীর বালুতে চাপা পরে হৃদয় (০৭) ও আল-আমিন (০৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের মানিকপীর শিকারপুর এলাকার করতোয়া নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

হৃদয় ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। আর আল আমিনের বাবার নাম হাসান আলী।

ওসি আবু সাঈদ চৌধুরী জানান, বুধবার বিকেলে হৃদয় ও আল-আমিন বাড়ির পাশে করতোয়া নদীর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা থেকেই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও না পেয়ে খনন করা নদীর বালুর নিচে খোঁজ করেন। এক পর্যায়ে মৃত অবস্থায় সেখান থেকে তাদের উদ্ধার করা হয়।

নাঈম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়