ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নন-এমপিও শিক্ষকদের জন্য নগদ আর্থিক সহায়তা বরাদ্দ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১২ মে ২০২১   আপডেট: ২২:৩৭, ১২ মে ২০২১
নন-এমপিও শিক্ষকদের জন্য নগদ আর্থিক সহায়তা বরাদ্দ

সরকারের মাসিক পেমেন্ট (এমপিও) এর বাইরে থাকা বা নন-এমপিও শিক্ষকরাও পাচ্ছেন নগদ আর্থিক সহায়তা। 

করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও শিক্ষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১২ মে) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের জন্য এ সুবিধা দিলেন। 

সূত্র জানায়, মাসিক পেমেন্ট অর্ডার (এমপিও) এর বাইরে স্কুল, কলেজ ও মাদ্রাসার ১৬৭,২২৫ জন শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদান হিসাবে বিশেষ অনুদান হিসাবে ৭৪ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতি নন-এমপিও শিক্ষক এককালীন অনুদান পাবেন পাঁচ হাজার টাকা করে। অন্যান্য কর্মচারিরা পাবেন দুই হাজার ৫০০ টাকা করে।

এ ছাড়াও প্রধানমন্ত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক লাখ পাঁচ হাজার ৭৮৫ জন নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের জন্য ৪৬ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ করেছেন। অন্যদিকে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৬১ হাজার ৪৪০ জন নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের জন্য ২৮ কোটি এক লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন।

ঢাকা/হাসনাত/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়