ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মনোহরদীতে ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্য উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ০৭:২৩, ২৯ আগস্ট ২০২০
মনোহরদীতে ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্য উদ্বোধন

স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্য

নরসিংদীর মনোহরদী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে।  

মনোহরদী পৌরসভা কার্যালয় চত্বরে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভাস্কর্যটির শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উদ্বোধন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

এ সময় ভাস্কর্য নিয়ে মুগ্ধতা প্রকাশ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের সেই চিরচেনা অভিব্যক্তি ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে। 

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, নরসিংদী জেলায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। 

শীঘ্রই মনোহরদীতে একটি শিল্পপার্ক উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।

মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক প্রমুখ। 

হানিফ/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়