ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

না.গঞ্জে ট্রলার ডুবে নিখোঁজদের সন্ধান মেলেনি, স্বজনদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ৮ জানুয়ারি ২০২২  
না.গঞ্জে ট্রলার ডুবে নিখোঁজদের সন্ধান মেলেনি, স্বজনদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবে নিখোঁজদের ফিরে পেতে তীরে অপেক্ষায় থাকা স্বজনরা উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। দুর্ঘটনার চার দিন পরও ডুবে যাওয়া ট্রলার কিংবা নিখোঁজ ১০ যাত্রীর সন্ধান দিতে না পারায় স্বজনরা নদীর তীরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

শনিবার (৮ জানুয়ারি) সকালে ৪র্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধারকারী দল। এখনও ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের সন্ধান করতে পারেনি তারা।

বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হয়। তাদের সন্ধানে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসসহ চারটি সংস্থা।

এদিকে, ট্রলারে ধাক্কা দেওয়া এমভি ফারহান-৬ নামে যাত্রীবাহী লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূইয়া ও সুকানী মো. জসিম মোল্লাকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছেন বিআইডব্লিউটিএ'র উপপরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য। লঞ্চটিও জব্দ করা হয়েছে।

রাকিব/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়