Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৭ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৪ ১৪২৮ ||  ০৪ রমজান ১৪৪২

নারায়ণগঞ্জের ৭ থানা ও ৮ ফাঁড়িতে বিশেষ নিরাপত্তায় এলএমজি চৌকি স্থাপন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৯, ৯ এপ্রিল ২০২১   আপডেট: ০২:০৩, ৯ এপ্রিল ২০২১
নারায়ণগঞ্জের ৭ থানা ও ৮ ফাঁড়িতে বিশেষ নিরাপত্তায় এলএমজি চৌকি স্থাপন

নারায়ণগঞ্জ জেলার ৭ থানা ও ৮ টি ফাঁড়িতে এলএমজি বিশেষ নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত থেকে থানায় নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্ব অনুসারে থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এসব চৌকিতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে পুলিশ। সেখানে দায়িত্বরত পুলিশের এক সদস্য  এলএমজি তাক করে বসে আছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় দেশব্যাপীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার ৭ টি থানা ও ৮ টি ফাঁড়িতে ওই বিশেষ চৌকি স্থাপন করা হয়েছে। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে পুলিশের আওতাধীন সব থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও স্থাপনাগুলোতে এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে।

রাকিব/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়