ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নারী-পুরুষ উভয়ের ব্যবহারযোগ্য কনডম আবিষ্কৃত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ২১:৪৮, ২৮ অক্টোবর ২০২১
নারী-পুরুষ উভয়ের ব্যবহারযোগ্য কনডম আবিষ্কৃত

বিশ্বে প্রথমবারের মতো নারী ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবে এমন কনডম আবিষ্কার করেছে মালয়েশিয়া। এর নাম দেওয়া হয়েছে ওন্ডালিফ ইউনিসেক্স কনডম। এলবিসি নামে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

এই কনডমটি আবিষ্কার করেছেন মালয়েশিয়ার মেডিকেল পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান তিউন ক্যাটালিস্টের গাইনি বিশেষজ্ঞ জন তাং ইং চিনহ। 

তিনি জানান, আহত হওয়ার পর ক্ষতস্থান ড্রেসিংয়ের জন্য যে মেডিকেল গ্রেডের পণ্য ব্যবহার করা হয় কনডমটিতে তা ব্যবহার করা হয়েছে। কনডমটির একপাশে আঠালো পদার্থ যুক্ত করা হয়েছে। এর ফলে এটি উল্টানো যাবে এবং বিপরীত লিঙ্গের ব্যক্তি ব্যবহার করতে পারবেন।

কনডমটি কীভাবে নারী ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন সে প্রসঙ্গে জন তাং বলেন, ‘এটি মূলত প্রচলিত কনডমই, যাতে আঠালো পদার্থ যুক্ত করা হয়েছে। আঠালো পদার্থ দিয়ে ঢেকে দেওয়ায় এটি পুরুষ না নারীর যৌনাঙ্গে যুক্ত করা যাবে, সেইসাথে অতিরিক্ত সুরক্ষার জন্য সংলগ্ন এলাকা ঢেকে রাখে এটি।’

জন তাং বলেন, ‘আপনি একবার যদি এটি পরিধান করেন তাহলে আপনি প্রায় বুঝতেই পারবেন না, সেখানে কিছু একটা আছে।’

নতুন ধাঁচের এই কনডমটি আগামী ডিসেম্বরে বাজারে আসতে যাচ্ছে। দুটি কনডমের একটি প্যাকেটের দাম পড়বে ৩ দশমিক ৬১ মার্কিন ডলার।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়