ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাসির মেধাবী ব্যাটসম্যান, সৌম্যকে ভালোভাবে যত্ন নিতে হবে: সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ১৯ জানুয়ারি ২০২৩   আপডেট: ২১:৫৩, ১৯ জানুয়ারি ২০২৩
নাসির মেধাবী ব্যাটসম্যান, সৌম্যকে ভালোভাবে যত্ন নিতে হবে: সালাউদ্দিন

মুমিনুল হক, সৌম্য সরকার, নাসির হোসেন তিনজনই বিকেএসপির ছাত্র। সেখান থেকে বয়সভিত্তিক দল পেরিয়ে জাতীয় দলেও খেলেছেন একসঙ্গে। ২০১৫ বিশ্বকাপে তিনজনই ছিলেন জাতীয় দলের স্কোয়াডে। এরপর বেঁকে গেছে তাদের পথ।

মুমিনুল জাতীয় দলের টেস্ট স্কোয়াডে আছেন। সৌম্য, নাসির নেই কোথাও। মুমিনুল খেলছেন না বিপিএল। সৌম্য ও নাসির খেলছেন। নাসির যেখানে উড়ছেন সেখানে সৌম্য পায়ের নিচে জমিন খোঁজায় ব্যস্ত।

ঢাকার অধিনায়ক ৫ ম্যাচে ৭১.৬৬ গড়ে রান করছেন ২১৫। বৃহস্পতিবার খেলেছেন ৪৫ বলে ৬৬ রানের ইনিংস। সেখানে একই দলের সৌম্য রানের খোঁজে। শেষ দুই ম্যাচে রানের খাতা খুলতে না পারা এই ওপেনার এর আগে করেছেন যথাক্রমে ১৬, ৬ ও ৪।

তিনজনই কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছাত্র। বিভিন্ন সময়ে তারা কাজ করেছেন সালাউদ্দিনের সঙ্গে। তিন ছাত্রকে নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামে কথা বলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ।

প্রতিপক্ষ দলের কোচ হলেও নাসিরের ব্যাটিং এবং সাম্প্রতিক সময়ের পারফরম‌্যান্সে খুশি সালাউদ্দিন। তাকে নিয়ে বলেছেন, ‘আমি তো দেখছি, সে খুব ভালো খেলছে। নাসিরের কোনো উন্নতি হয়েছে কিনা জানি না। খুব ভালো লেগেছে। অনেক দিন পর হয়তো বিপিএল খেলছে, দিনকে দিন মনে হচ্ছে সে একটু একটু করে ফিট হচ্ছে। যদি আরেকটু ফিট হয়, তাহলে আমার মনে হয় ও কামব্যাক করার মতো অবস্থানে চলে যাবে। কারণ নাসিরকে আমি বাংলাদেশের কয়েকটা মেধাবী ছেলে হিসেবে দেখি, মেধাবী ব্যাটসম্যান, মাথা সবসময় কাজ করে। তার পক্ষে কামব্যাক করা সম্ভব। বাকিটা তার ওপরে, সে কতটুকু ফিটনেস নিজের ভেতর আনবে, সেটা তার ওপরই নির্ভর করে।’ 

মুমিনুল সুযোগ না পাওয়ায় সালাউদ্দিন নিজেও বেশ হতাশ, ‘মুমিনুলের চেয়ে আমি বেশি হতাশ। কিন্তু সে মানসিকভাবে অনেক শক্ত, আমার চেয়েও। সে নিজের উন্নতির বিষয়ে সবসময় চেষ্টা করছে। আর এমন না যে এক মাস সে খেলছে না বলে সে চোখের বাইরে। সে কী করছে না করছে, চোখ কারো না কারো আছে তার ওপর। আর সে ঠিকঠাক অনুশীলন করছে। আমার মনে হয় সে নিজেকে আরো উন্নত করবে। ভবিষ্যতে হয়তো আমরা তাকে আবার বিপিএলে দেখতে পাব।’

চরম অফফর্ম থাকা সৌম্যকে ভালোভাবে যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন সালাউদ্দিন, ‘মুমিনুল যদি কামব্যাক করতে পারে, সৌম্যও পারবে। হয়তো তাকে একটু ভালোভাবে নার্সিং করতে হবে। কেউ তার দায়িত্ব নিতে হবে। কারণ এই ধরনের ছেলেদের সঙ্গে কেউ থাকে না। তাকে একটা ভালো গাইডের মধ্যে থাকতে হবে। সে হয়তো সময় একটু বেশি নেয়, তার কিছু টেকনিকে সমস্যা আছে। এগুলো যদি সে ভালোভাবে ঠিক করতে পারে, আমার মনে হয় তার পক্ষে কামব্যাক করা সম্ভব। তার কিছু মানসিক সমস্যা হচ্ছে, কিছু টেকনিকাল সমস্যা হচ্ছে। তার পাশে কাউকে না কাউকে থাকতে হবে। তাকে লম্বা সময় দিতে হবে। আমার মনে হয় সে কামব্যাক করতে পারবে।’ 

ইয়াসিন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়