ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘নিজে থেকে মুশফিককে বলতে হবে কিপিং করবো না’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২৭ মার্চ ২০২১  
‘নিজে থেকে মুশফিককে বলতে হবে কিপিং করবো না’

বড় দৈর্ঘ্যর ক্রিকেটে কিপিং ছেড়েছেন মুশফিকুর রহিম। সীমিত পরিসরে চালিয়ে যাচ্ছেন। কিন্তু নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে আবার আলোচনায় তার কিপিং। 

উইকেটের পেছনে সহজ সুযোগ হাতছাড়া করায় বাংলাদেশ পথ ভুলেছে। ফলে নিউ জিল্যান্ডের মাটিতে জয়ের সূবর্ণ সুযোগও হাতছাড়া হয়েছে। মুশফিকুর রহিমের কিপিং নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা হচ্ছে। অনেকটা বোর্ড ও টিম ম্যানেজমেন্টের জোরেই টেস্টের কিপিং থেকে সরে গিয়েছেন মুশফিক। সীমিত পরিসরে চালিয়ে গেলেও আবার আলোচনার টেবিলে তার কিপিং। 

এ নিয়ে বোর্ডে পরিচালক ও গেম ডেভেলাপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদ সুজন জানালেন, মুশফিক কিপিং করবেন নাকি করবেন না সেই সিদ্ধান্ত মুশফিককেই নিতে হবে। তার মতে, টিম ম্যানেজমেন্টের চেয়েও মুশফিক এ সিদ্ধান্ত নিলে ভালো হয়। 

শনিবার মিরপুরে খালেদ মাহমুদ বলেন, ‘বাংলাদেশ দলের সবাই কিন্তু জেতার জন্যই খেলে। মুশফিকও এর অংশ। সেও জেতার জন্যই খেলে। আমি মনে করি, এ সিদ্ধান্তটা নেওয়ার জন্য মুশফিক সেরা ব্যক্তি। সে এখন কিপিং গ্লাভসটা তুলে রেখে ব্যাটিংয়ে মনোযোগ দেবে কি না। এই সিদ্ধান্তটা আমিও ওর কাছেই রাখতে চাই।’ 

‘মুশফিক খুব ভালো চিন্তা করতে পারে। বাংলাদেশ দলের জন্য চিন্তা করে, নিজের জন্য চিন্তা করে। এটা ও চিন্তা করবে যে, যেহেতু লিটন-মিঠুন আছে, আমার কিপিংটা আগের মতো হচ্ছে না, ওদের একজনকে গ্লাভসটা ছেড়ে দেবো কি না…সিদ্ধান্তটা মুশফিক নিলেই সবচেয়ে ভালো হবে। একজন সিনিয়র ক্রিকেটার, সাবেক অধিনায়ক হিসেবে ওর তো অনেক দায়িত্ব আছে।’ - যোগ করেন সুজন 

এছাড়া জাতীয় দলের ফিল্ডিং ব্যর্থতার জন্য ফিল্ডিং কোচ রায়ান কুককে সমালোচনা করার আগে খেলোয়াড়দের একাগ্রতা, ইচ্ছায় আরও উন্নতি করার কথা জানালেন খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, ‘ফিল্ডিং কোনো টেকনিক্যাল সাইড না। আপনার একাগ্রতা, আপনার কষ্ট, আপনার ইচ্ছায় এটার উন্নতি হয়। আপনি যদি ফিল্ডিং কোচকে এখানে বলির পাঠা বানান সেটাও ঠিক হবে না। সে তো নিজের কাজ সবই করে। কিন্তু আপনার কতটা একাগ্রতা আছে, কতটুকু চেষ্টা আছে, আপনি আলাদা করে (ফিল্ডিং) অনুশীলন করছেন সেটা গুরুত্বপূর্ণ। ফিল্ডিং যে একটা দলকে হারাতে পারে সেটা তো আমরা নিউ জিল্যান্ডে দেখলাম তিনটা ম্যাচে। সুতরাং এখানে ছেলেদেরই এগিয়ে আসতে হবে, আলাদা করে পরিশ্রম করতে হবে না হয় মাঠে আপনাকে ভুগতে হবে।’

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়